কিভাবে ডোমেইন রেজিস্ট্রেশন করবেন, দেখে নিন?

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২১

ডোমেইন নেম কি?

ডোমেইন নাম বলতে  একটা ওয়েবসাইটের নামকে বোঝায়। ডোমেইন নাম ক্লাইন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে।

কোথায় থেকে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করবো?

বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা ডোমেইন প্রোভাইড করে তার মধ্যে অন্যতম একটি হলো বিডিওয়েবস ডট কম ।

বিডিওয়েস গত ১০ বছর ধরে ডোমেইন হোস্টিং প্রোভাইড করে আসছে তাই কোনো সন্দেহ ছাড়াই আপনি আপনার পছন্দের ডোমেইনটি রেজিস্ট্রেশন করতে পারে বিডিওয়েবস ডট কম থেকে।

ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার নিয়ম:

প্রথমত আপনাকে আপনার পছন্দের ডোমেইন নামটি চেক করে নিতে হবে।
পরবর্তীতে যা যা করবেন তা এই নিচের ভিডিওতে দেয়া আছে:-

Payment Options-

Download Our App-

Get our apps on play store

Our Address-

110, Goalbari,
Mirpur-14, Dhaka-1206.
Phone: 019222 77747